• Uncategorized

    কৈখালী ইউনিয়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

      শ্যামনগর প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৩ , ১১:৪৬:৪১ প্রিন্ট সংস্করণ

    শ্যামনগর প্রতিনিধি: অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৩ , কৈখালী ইউনিয়ন পরিষদে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবস পালিত হয়। ( ১৩ অক্টোবর ) শুক্রবার সকাল ১০ টায় ইউএসএআইডি এর অর্থায়নে,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় কৈখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষ্যে কৈখালী ইউনিয়ন পরিষদের চত্তর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভায় অংশ নেয় । সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৈখালী ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ আব্দুর রহিম । এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য , সিপিপি সদস্য বৃন্দ।

    আরও খবর

    Sponsered content