• সারাদেশ

    মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

      আজকের খবর ২৩ এপ্রিল ২০২৪ , ৬:২৭:৪৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর সুবর্ণচরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পশ্চিম চরজুবিলী ইউনিয়নের স্বনামধন্য পরিবার হাজী ছৈয়দের রহমান চৌধুরীর পুত্রবধু বেলাল হোসেন চৌধুরীর সহধর্মিনী সুবর্ণচর উপজেলা পরিষদের বর্তমান উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।হারিছ চৌধুরীর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে
    ২২ এপ্রিল রাত ৮টায় হারিছ চৌধুরীর বাজার নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে এই মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামছু মিয়া, পঃচরজুবলি ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগ,ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। তিনি বলেন আমার পরিবার এবং আমার শ্বশুর পরিবার আজীবন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এখন ও আছি। আমি দুইবারের উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান,গত ১০ বৎসর যাবৎ আমি আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নমূলক কাজ করে আসছি যেমন রাস্তাঘাট,পোল কালভার্ট,মসজিদ,মাদ্রাসার উন্নয়নে সহযোগিতা করেছি,গরীব দুঃখী মেহনতি মানুষের মধ্যে বিজিপি ও বিজিএফ এর চাউলের সিলিফ বিতরণ করেছি,নির্মাণ করছি অসংখ্য রাস্তা ঘাট,প্রিয় সুবর্ণচর বাসি আপনারা জানেন একজন মহিলা ভাইস চেয়ারম্যানের ক্ষমতা কতটুকু তার পর ও আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করেছি। এতে আমার ভুল ত্রুটি হতে পারে। কেননা মানুষ ভুলের উর্ধ্বে নয়, আপনাদের সুখে দুঃখে জড়িত ছিলাম আগামীতে ও থাকার আশা নিয়ে আবারো মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি আমার মার্কা হাঁস। আগামী ৮ মে ২০২৪ আমার হাঁস মার্কা প্রতীকে একটি ভোট প্রার্থনা করছি। এবং মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসাবে উপস্থিত সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন আল্লাহ আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করলে জনগণকে সাথে নিয়ে যৌতুক,বাল্যবিবাহ, নারী নির্যাতন,মাদক,ইভটিজিংসহ অপরাধ জনিত বিষয়ে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।

    আরও খবর

    Sponsered content