রৌনকা আফরুজ সরকার
মরুভূমির বুকে আগুন
পুড়ছে আবার পোড়া ফাগুন।
ছাইয়েরা চারপাশে করছে গুনগুন
হৃদয় একাকী বলেছে ভালোবেসে হয়েছি খুন।
যদিও কেউ বলেনি আবার কিছু ঘটেওনি, রটেওনি
তবুও মনে হয় মূছে যাচ্ছে ইতিহাস থেকে কিছু কাহিনী।
এত অল্পতেই যদি হয় ইতি
কি হবে জমা রেখে কিছু স্মৃতি?
খুব বেশি ভালো থাকতে চেয়েছিলাম
তাই তোমায় নিয়ে আরেকটা পৃথিবী রচেছিলাম।
কি ফল হবে জানতাম
জেনেই তো বিষ পান করলাম।
জেনেই বিষ পান করেছি
তাই আমার জ্বালা আমিই সইছি।
বয়সের ব্যবধান চিন্তা শক্তিতে পার্থক্য সৃষ্টি করে
তাই আপনা থেকেই সংসারে আগুন জ্বলে।
জানতামইতো ভালো থাকবনা আমি
ক্ষতি নেই, হৃদয় তো আমার পুরোনো মরুভূমি।
নতুন করে আমি নই একাকী
এই পথে আমি পুরোনো দুঃখী।
পুরোনো দুঃখ নতুন করে জেগে ওঠেছে
আমার না হয় টুটেছে তোমার তো ফুটেছে।
সারাজীবন ধরে ফুল ফুটুক তোমার বুকে
ক্ষতি নেই, কারো জীবন যদি ভাসে নতুন সুখে।