• Uncategorized

    শ্যামনগরে এসিল্যান্ড কে নিয়ে চক্রান্ত;উদোর পিন্ডি বুদোর ঘাড়ে

      নিজস্ব প্রতিনিধিঃ ২২ মার্চ ২০২৪ , ৫:৫০:৫৫ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের সহকারী কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান কে নিয়ে চক্রান্ত শুরু করেছে একটি মহল।নিজেদের পক্ষে রায় না পাওয়ায় ফেসবুকে পোস্ট সহ গত ইং ২০ মার্চ সাতক্ষীরা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশ করে প্রতিশোধ নিতে চেয়েছে চক্রান্ত কারীরা। অফিস সূত্রে জানা যায়,মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) এসিল্যান্ড অফিসে প্রভাবশালী সাংবাদিক পরিচয়ে একটি মহল লোকজন নিয়ে মারমুখী হয়ে সহকারী কমিশনার ভূমি কে অন্যায়ভাবে তাদের পক্ষে রায় দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাতে থাকে। কাগজপত্র পর্য্যােলোচনা করে উভয়পক্ষের কাগজপত্র দেখে যেটা সঠিক মনে হয়েছে সেভাবে সত্য রায় দেন সহকারী কমিশনার ভূমি মো. আসাদুজ্জামান। এসময় প্রভাবশালী মহল তার উপর ক্ষুদ্ধ হয়ে ফেসবুকে সহকারী কমিশনার ভূমি কে ঘিরে কুরুচিপূর্ণ পোস্ট দেন। সহকারী কমিশনার ভূমি মো.আসাদুজ্জামান বলেন, প্রকৃত ঘটনা আমার কাছে তারা তাদের পক্ষে অন্যায়ভাবে রায় নিতে আসার কারনে আমি তাদের অন্যায়টা মেনে না নেওয়ার কারনে আমার সাথে শত্রুতাবসত এ কাজ করেছে। এরই ধারাবাহিকতা গত ইং ১৯ মার্চ তারা আমাকে প্রতিপক্ষ ভেবে তাদের পক্ষে রায় না হওয়ার কারনে আমার প্রতি ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে ভীষণভাবে শত্রুতা পোষণ করছে। এরই ধারাবাহিকতায় তারা সম্মানিত সাংবাদিককে আমার বিরুদ্ধে ভুল বুঝিয়ে উক্ত মিথ্যা সংবাদ প্রকাশিত করেছেন।তিনি বলেন, প্রতিবেদনকারী আমার কাছে আমার বক্তব্য নেওয়ার জন্য আসেনি বা সরকারী ও আমার ব্যক্তিগত নম্বরে কোন ফোন/কল করেনি। আমি আর ১২ দিন এ কর্মস্থলে থাকবো সে নিউজ তারা কোথায় পেলেন আমার বোধগম্য নয়। আমার বদলিকালীন সময়ে অবৈধ সুযোগ নেওয়ার চেষ্টা বন্ধ করেছি বলেই ক্ষিপ্ত হয়ে তারা হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিত এ নিউজ করিয়েছে। যাহা সম্পূণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য ষড়যন্ত্র-পূর্বক আমাকে সরকারি চাকুরী ও সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে এবং ষড়যন্ত্রকারীরা সাংবাদিকদের নিকট মিথ্যে তথ্য পরিবেশন করে উক্ত সংবাদ প্রকাশ করিয়েছেন আমি উক্ত মিথ্যা তথ্য সম্মলিত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    আরও খবর

    Sponsered content