• জাতীয়

    দ্রুত বিচার আইন স্থায়ী করতে সংসদে বিল উত্থাপন

      নিজিস্ব প্রতিনিধিঃ ১ মার্চ ২০২৪ , ১২:১০:২৯ প্রিন্ট সংস্করণ

    দ্রুত বিচার আইন স্থায়ী করতে সংসদে বিল ফাইল ছবি
    দ্রুত বিচার আইন স্থায়ী করতে জাতীয় সংসদে বিল তোলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়।
    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের অনুপস্থিতিতে তার পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে তুললে তা পরীক্ষা করে দুদিনের মধ্যে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
    এর আগে বিলটি উত্থাপনের বিরোধিতা করে বিরোধীদলীয় চিপ হুইপ মুজিবুল হক চুন্নু বলেন, ২০০২ সালে বিএনপি যখন আইনটি করে তখন আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সব দলের পক্ষ থেকে এ আইনের সমালোচনা করা হয়েছিল। দ্রুত বিচার আইন নামেমাত্র, নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি হয় খুব কম। সিআরপিসি মামলা যেভাবে চলে সেভাবেই চলে। শুধু গ্রেফতারের ক্ষেত্রে আইনটি মনে করা হয়। এ আইন দিয়ে সরকারের যদি ইনটেনশন থাকে তাহলে সাধারণ মানুষ বা প্রতিপক্ষকে হেনস্তা করার সুযোগ রয়েছে। আপনি আজকে ক্ষমতায় আছেন, কালকে যদি অন্য কেউ ক্ষমতায় আসে তখন এই আইনের মাধ্যমে আপনারাই হয়রানি হবেন।

    আরও খবর

    Sponsered content