• সারাদেশ

    পাইকগাছায় চিংড়ি ঘেরের নেট পাটা ও ঘেরের বাসা পুড়িয়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

      প্রতিনিধি ২৮ মার্চ ২০২৩ , ১১:০৫:৩২ প্রিন্ট সংস্করণ

    পাইকগাছায় চিংড়ি ঘেরের নেট পাটা কেটে ও ঘেরের বাসা পুড়িয়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগ তো পাওয়া গেছে। ঘটনাটি রোববার বিকালে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
    মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক তাকবির হোসেন বলেন, উপজেলার লতা ইউনিয়নের আঁধার মানিক মৌজায় বাতিখালীর কাজী আব্দুস সালামের ছেলে সাব্বির হোসেন ৩০ বিঘার একটি চিংড়ি ঘের রয়েছে। একই এলাকার ছহিল উদ্দীন গাজীর ছেলে রাজিব(৪২), ইকবল(৪৫) ১ লক্ষ টাকা দাবী করে আসছিলো। টাকা না দেয়ায় রোববার বিকালে তাদের নের্তৃত্বে ৩০/৪০ জন ঘেরের নেট পাটা কেটে ও ঘেরের বাসা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় সাব্বির হোসেন বাদী হয়ে থানায় মামলা করে। ঘের মালিক সাব্বির হোসেন বলেন, আমি জমির মালিকদের নিকট থেকে ইজারা নিয়ে শান্তিপূর্ণ ভাবে মৎস্য চাষ করে আসছি। কিন্তু রাজিবের নের্ত্বে ৩০/৪০ জন ২০ টি মটর সাইকেল যোগে রোবার বিকালে আমার ঘেরে এসে নেটপাটা কেটে ও বাসাবাড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় তাতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, চাঁদা দাবী, চিংড়িঘেরে বাসাবাড়ি পুড়িয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ সাত জনের নাম উল্লেখ করে ৩০/৪০ জনের নামে মামলা হয়েছে। আসামিরা পালাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    আরও খবর

    Sponsered content