• সারাদেশ

    কপিলমুনিতে চুরি হয়ে যাওয়া সরকারী মালামাল উদ্ধার

      প্রতিনিধি ২২ নভেম্বর ২০২২ , ১০:০৩:২৯ প্রিন্ট সংস্করণ

    এস কে আলীম,কপিলমুনি খুলনা। কপিলমুনিতে চুরি হয়ে যাওয়া সরকারী মালামাল উদ্ধার। লমুনির-৭৬ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে রাতের আধারে চুরি হওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার হলেও বাকিটা রয়ে যায় অন্তরালাড়ে। এবং চোরের বিরুদ্ধে নেওয়া হয়নি কোন আইননানুগ ব্যবস্থা। যা নিয়ে এলাকায় সমালোচনায় ভরে গেছে।বিদ্যালয়টির নির্মাণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি হিরক মোল্যা জানান,নির্মানাধীন ভবন থেকে সম্প্রতি কিছু দামী মালামাল যেমন সিমেন্ট,রড,ড্রিল মেশিন,পাথরের খোয়া,বেশ কিছু বাঁশ ও তকতা সহ বিভিন্ন উপকরণ। সব মালামাল উদ্ধার হলে আনুমানিক তিন লক্ষ টাকার মালামাল চুরি হবে বলে জানাযায়। এর পর অতি সম্প্রতি গোপাল চন্দ্র মিশ্রের বাড়ি থেকে কপিলমুনির ইউপি চেয়ারম্যান মোঃ কাওছার আলী জোয়ার্দার ও ইনুস মেম্বারের উপস্থিতিতে ৯ বস্থা সিমেন্ট,২০ ফুট খোয়া,নির্মানাধীন কাজের বাঁশ,তকতা ও বালি উদ্ধার করা হয়। এবং বাকি মালামাল এখনো পর্যন্ত উদ্ধার হয়নি অঞ্জাত কারণে। এই বিষয় নেওয়া হয়নি কোন আইননানুগ ব্যবস্থা। তবে কেনো এ বিষয়ে কোন মামলা করলেন না।এমন প্রশ্নের উত্তরে ঠিকাদার হিরক বলেন,চেয়ারম্যান এ বিষয়ে কোন পদক্ষেপ নিতে নিষেধ করেছেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ কাওছার আলী জোয়ার্দারের মুঠো ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেনি।

    আরও খবর

    Sponsered content