• জাতীয়

    খালেদাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে সরকার, আশা ফখরুলের

      প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৩ , ৬:১৫:৪৩ প্রিন্ট সংস্করণ

    ডেস্ক রিপোর্টঃ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

    ফখরুল বলেন, ‘মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপি চেয়ারপারসনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। এর একটি মাত্র কারণ, তিনি বাইরে থাকলে জনগণের স্রোতকে তারা বন্ধ করতে পারবে না। তাদের ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে।’

    দাবি জানিয়ে সরকারের উদ্দেশে ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠাতে হবে। আমরা আশা করি সরকার অবৈধ হলেও তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেবে।’

    ম্যান্ডেটহীন অবস্থায় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার ক্ষমতায় টিকে আছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘গোটা দেশ আজ বিপদগ্রস্ত। প্রতিহিংসাপরায়ণ হয়ে সরকার দেশের মানুষের কথা চিন্তা করছে না।’

    বিএনপি মহাসচিব বলেন, ‘এই সংবিধানের অধীনে নির্বাচন হতে পারে না। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার আবার ক্ষমতায় আসলে নারী-শিশুসহ গোটা রাষ্ট্র নিরাপত্তাহীনতায় পড়বে।’

    এ সময় তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী মতের নারীদেরও জেলে পাঠাচ্ছে। মহিলা দলের অনেক নেতাকর্মী কারাভোগ করেছেন। এজন্য সরকারবিরোধী আন্দোলনে নারীদের আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

    আরও খবর

    Sponsered content