• সারাদেশ

    কপিলমুনি বাজারে অভিযানে তিনটি তেল মিলকে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা

      এস কে আলীম,কপিলমুনি খুলনা। ৩০ মার্চ ২০২৩ , ৭:০৩:৪৭ প্রিন্ট সংস্করণ

    ভোজ্য তেলে ভেজাল সহ অপদ্রব্য মিশিয়ে বিক্রির অপরাধে কপিলমুনি বাজারের তিনটি তেল মিলকে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বেলা ১১ টায় খুলনা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব কপিলমুনিতে এ অভিযান পরিচালনা করেন। ভোজ্য তেলে ভেজাল ও অপদ্রব্য মেশানোর অপরাধে স্থানীয় বিনোদ অয়েল মিলকে ৬০ হাজার, উৎসব অয়েল মিলকে ৫০ হাজার ও দত্ত অয়েল মিলকে ১০ হাজার টাকা সর্ব মোট এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানে সহযোগিতা করেন পাইকগাছা ও কপিলমুনি পুলিশ। এ সময় সহকারী পরিচালক স্থানীয় সবজি ও মাংসের বাজার মনিটরিং সহ পণ্যের মূল্য তালিকা নিজ নিজ ব্যবসা প্রতিষ্টানে টানানোর জন্য হ্যান্ড মাইকে ব্যবসায়ীদের আহবান জানান। এ ছাড়া তিনি পণ্যে ভেজাল,ওজনে কারচুপি ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করে ভোক্তাদের অধিকার খর্ব না করার নির্দেশনা দেন। উল্লেখ্য গত বছর ১১ এপ্রিল ভোজ্যতেলে অপদ্রব্য মেশানোর অপরাধে বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম উক্ত বিনোদ অয়েল মিলকে দুই লক্ষ টাকা ও উৎসব অয়েল মিলকে এক লক্ষ টাকা জরিমানা করেন। একই সাথে স্থানীয় মেসার্স ডি এস অয়েল মিলকে এক লক্ষ এবং কপিলমুনি অয়েল মিলকে এক লক্ষ টাকা সহ সর্বমোট ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

    আরও খবর

    Sponsered content