• আন্তর্জাতিক

    মারা গেছেন কুয়েতের আমীর

      অনলাইন ডেস্ক ১৭ ডিসেম্বর ২০২৩ , ১১:৪৬:০১ প্রিন্ট সংস্করণ

    কুয়েতের আমীর শেখ নাওয়াফ আল আহমেদ আল সাবাহ আর নেই (ইন্নালিল্লাহি….রাজিউন)। ৮৬ বছর বয়সে শনিবার তিনি মারা গেছেন। আমিরি দেওয়ান থেকে টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এর আগে থেকেই কুয়েত টিভি পবিত্র কোরআন তেলাওয়াত প্রচার শুরু করে। নভেম্বরের শেষের দিকে তাকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানানো হয়। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। তার বৈমাত্রেয় ভাই শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ ২০০৬ সালে তাকে ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত করেন। ২০২০ সালের সেপ্টেম্বরে ৯১ বছর বয়সে শেখ সাবাহ মারা যাওয়ার পর আমীরের দায়িত্ব নেন শেখ নাওয়াফ আল আহমেদ আল সাবাহ। এর আগে তিনি কুয়েতের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
    ১৯২১ থেকে ১৯৫০ সাল পর্যন্ত কুয়েত শাসন করেন শেখ আহমেদ আল জাবের আল সাবাহ। তার পঞ্চম ছেলে শেখ নাওয়াফ আল আহমেদ আল সাবাহ। জন্ম হয় ১৯৩৭ সালে। ২৫ বছর বয়সে হাওয়ালি প্রদেশের গভর্নর হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন তিনি। ১৯৭৮ সাল পর্যন্ত এই দায়িত্বে বহাল ছিলেন তিনি। ওই বছরেই তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। এক দশক এই দায়িত্ব পালন করেন।

    আরও খবর

    Sponsered content