• সারাদেশ

    বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত

      রায়হান উদ্দিন,শ্যামনগর প্রতিনিধিঃ ১০ ডিসেম্বর ২০২৩ , ১০:২৯:২৭ প্রিন্ট সংস্করণ

    রায়হান উদ্দিন,শ্যামনগর প্রতিনিধিঃ সারাদেশে ন্যায় শ্যামনগর উপজেলায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার ৯ ডিসেম্বর সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ ভবনের সামনে ২৫ নভেম্বর-১০ ডিসেম্বর- ২০২৩ নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আছাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা এনজিও ও মহিলা বিষয়ক,জাতীয় মহিলা সংস্থার সদস্যরা।বন্ধন পথসভা শেষ উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সঞ্চালনায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আছাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আবুউব ডলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প প কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারাত, থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম রফিক,ওসিসি প্রণব মুখার্জি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কলেজ শিক্ষিকা শাহানা হামিদ, নকশি কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, শিক্ষক রনজিত বর্মন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এনজিওর সদস্যরা উপস্থিত ছিলেন।
    আলোচনা পরবর্তীতে উপজেলা বিভিন্ন কাজে নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে জয়িতা পুরস্কার ও সনদ দেওয়া হয়।জয়িতা পুরস্কার প্রাপ্তরা হলেন,উপজেলায় অর্থনৈতিকভাবে সাফাল্য অর্জনকারী নারী শংকরী রানীর, সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখা নারী মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নিপা চক্রবর্তী,সফল জননী নারী মোছাঃ কদবানু বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জন করা নারী মোছাঃ আনজুয়ারা খাতুন ও নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যানে জীবন শুরু করা নারী মোছাঃ হোসনেয়ারা পারভীন।

    আরও খবর

    Sponsered content