• সারাদেশ

    বাগেরহাট পিবিআই’র বিশেষ অভিযানে ৬ মাস পর অপহরণ মামলার ভিকটিম উদ্ধার

      বাগেরহাটে প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৩ , ৭:১৬:৪৮ প্রিন্ট সংস্করণ

    বাগেরহাট পিবিআই’র বিশেষ অভিযানে ৬ মাস পর অপহরণ মামলার ভিকটিম উদ্ধার করা হয় ৷
    মামলার অভিযোগে জানা যায় বিবাদী মেহেদী হাসান বাবু (১৮), পিতা-মন্টু শরীফ, সাং-শরনখোলা, থানাঃ শরনখোলা ও জেলা-বাগেরহাট সহ- অপরাপর বিবাদীগনের সহায়তায় গত ইং-১৪/০৪/২০২৩ তারিখ সকাল অনুঃ ১১:০০ ঘটিকার সময় ভিকটিমকে অপহরন করে।
    পুলিশ সুপার, পিবিআই বাগেরহাট মোঃ আবদুর রহমান এর দিক নির্দেশনা ও সার্বিক তত্বাবধানে মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ইকরাম হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) গুরুদাস মন্ডল , এএসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম, কনস্টেবল মোস্তাফিজুর রহমান সহ-সোর্স এর দেওয়া তথ্য মতে ও অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিকটিমকে গত ১৫/১০/২০২৩ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় কেএমপি, খুলনার হরিনটানা থানাধীন রিয়া বাজারের পাশে ওমর ফারুক মসজিদের সন্নিকটে জনৈক জিম এর ভাড়া বাসা হতে উদ্ধার করেন। ভিকটিমের জবানবন্দি নাঃ শিঃ নিঃ দমন আইনের ২২ ধারা মতে লিপিবদ্ধ করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

    আরও খবর

    Sponsered content