• আন্তর্জাতিক

    বিশ্বকাপ থেকে কোহলির বিদায়

      ডেস্ক রিপোর্টঃ ১১ নভেম্বর ২০২২ , ৬:৩২:১১ প্রিন্ট সংস্করণ

    চলমান টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ভারত। বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে রোহিত শর্মার দলকে রীতিমত উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। এদিন ১০ উইকেটের বড় জয় নিয়ে ফাইনালে পৌঁছেছে ইংলিশরা। যার ফলে গেল বিশ্বকাপের পর আবারো সেমি থেকে বিদায় নিয়েছে ভারত।

    এই বিদায়ের পর শুক্রবার নিজের ফেরিভাইড ফেসবুক পেইজে একটি পোস্ট শেয়ার করেছেন বিরাট কোহলি। সেখানে এই ব্যাটার জানিয়েছেন, দেশের জার্সি পরে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। একইসঙ্গে বিদেশের মাটিতে টুর্নামেন্টজুড়ে তাদের সমর্থন করা দর্শকদেরও দিয়েছেন ধন্যবাদ।

    কোহলি লেখেন, এখানে আমাদের সমস্ত ভক্তদের ধন্যবাদ যারা স্টেডিয়ামগুলিতে আমাদের সমর্থন করার জন্য উপস্থিত হয়েছেন। এই জার্সিটা আমাদের কাছে খুব মূল্যবান। আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত।

    কোহলি আরো লিখেছেন, ‘আমরা আমাদের স্বপ্ন অর্জনের জন্য অস্ট্রেলিয়ার উপকূলে গিয়েছিলাম। কিন্তু এখন হতাশা নিয়ে ফিরছি। তবে এই সফর থেকে আমরা অনেক ইতিবাচক বিষয় নিতে পারি। একটি গ্রুপ হিসাবে স্মরণীয় একটি টুর্নামেন্ট ছিল এবং ভবিষ্যতে এর থেকে আরো ভাল করাই আমাদের লক্ষ্য।

    আরও খবর

    Sponsered content