• জাতীয়

    প্রেসিডেন্টের সঙ্গে ইসির সাক্ষাৎ ৯ নভেম্বর

      খবর ডেস্ক।। ৪ নভেম্বর ২০২৩ , ২:৩৯:৩৭ প্রিন্ট সংস্করণ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সর্বশেষ প্রস্তুতি অবহিত করতে প্রেসিডেন্টের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সাক্ষাৎ পিছিয়েছে। আগামী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) সাক্ষাতের নতুন দিন নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (রোববার) সাক্ষাতের জন্য দিন নির্ধারিত ছিল।

    প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    কর্মকর্তারা বলছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পুরো কমিশন সেদিন সাক্ষাৎ করবে

    চলতি মাসের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল দিতে চায় ইসি। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে ভোটগ্রহণ।

    ইসি সূত্রে জানা যায়, আগামী ৯ নভেম্বর বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। সাক্ষাতের কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল।

    আরও খবর

    Sponsered content