• সারাদেশ

    সখীপুরে আদানী ভূয়াইদ গ্রামে আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

      মোঃআঃ হামিদ (মুকুল),সখীপুর,টাঙ্গাইল(প্রতিনিধি) ১২ নভেম্বর ২০২২ , ১০:০৫:৫০ প্রিন্ট সংস্করণ

    টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১নং ওয়ার্ড কাকড়াজান ইউনিয়ন ৩নং ওয়ার্ডের আদানী ভূয়াইদ গ্রামের মাজার পাড়ে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১২নভেম্বর (শনিবার) বিকেল ৩টায় যুবলীগ নেতা খান আহমেদ হৃদয় পাশার সঞ্চালনায় এসভা অনুষ্ঠিত হয়।

    ১নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখীপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃরেজাউল করিম রিপন।

    এসময়ে সভায় স্হানীয় চেয়ারম্যান দুলাল হোসেন,কাকড়াজান ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ডিএম শফিকুল ইসলাম লেবু, ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ডিএম বজলুর রশিদ মাস্টার, ভূয়াইদ ভাতগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিএম শফিকুল ইসলাম শফি,যুবলীগ নেতা জাহিদ হাসান,আমিনুল শিকদার,শাহজালাল, লালমাহমুদ খান শানু,লিটনকারী প্রমূখ সহ অন্যান্য জন প্রতিনিধি ও স্হানীয় আলেম সমাজেপর প্রতিনিধি গণ বক্তব্য প্রদান করেন এবং এলাকার সমস্যার কথা তুলে ধরলে সখীপুর থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম ও কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল বক্তাগণের বক্তব্য শ্রবন করে সমস্যা সমাধান করার আশ্বাস প্রদান করেন এবং বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং,চুরি,ডাকাতি বন্ধ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করা হয়।
    উক্ত আইন শৃঙ্খলা মিটিং শেষে স্হানীয় জনতা সখীপুর থানা পুলিশকে ধন্যবাদ জানান।

    এছাড়াও অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক জন সাধারণ উপস্হিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content