• সারাদেশ

    পাইকগাছায় কৃষকলীগের কর্মীসভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৩ জুলাই ২০২৩ , ৫:০৮:১৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ সেলিম মোড়লঃপাইকগাছায় কৃষক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই শনিবার বিকালে পাইকগাছা পৌরসভার শহীদ মিনার চত্বরে পাইকগাছা ও কয়রা উপজেলা কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী বলেছেন, দেশের উন্নয়ন, মানুষের ভাগ্য পরিবর্তন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি আরো বলেন, জাতির জনকের কন্যা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৪ বছর সুষ্ঠভাবে দেশ পরিচালনা করছেন। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পযর্ন্ত তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। আজ তার বাস্তব উদাহরণ পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মোংলা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চারলেন রাস্তাসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্মকান্ড। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না। এরই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনার পাইকগাছা ও কয়রায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মী সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. সোহরাব আলী সানা। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জান বাবু। সাংগঠনিক বক্তা ছিলেন খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকউজ্জামান অশোক। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাফ্ফার হোসেন মোল্লা, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ খায়রুল আলম, সদস্য আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, পাইকগাছা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তৃতা করেন, কয়রা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, কৃষক লীগ নেতা নিরঞ্জন কুমার সরদার, আব্দুল করিম মোড়ল, ফারদিন রায়হান জিতু, জিএম আজিজুল ইসলাম, জয়দ্রত বাছাড়, রনজিত অধিকারী কপিলমুনি কৃষকলীগের সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান এবং কৃষকলীগ নেতা মোঃ সেলিম মোড়ল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content