• সারাদেশ

    নির্বাচনে কোন দল এলো না তা বড় বিষয় নয়: আইনমন্ত্রী

      নিজস্ব প্রতিনিধিঃ ১ ডিসেম্বর ২০২৩ , ১২:৪৭:১৫ প্রিন্ট সংস্করণ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সমমনা দলগুলোর অংশগ্রহণ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘নির্বাচন হয় জনগণের অংশগ্রহণে। জনগণ যদি সেখানে ভোট দেয় এবং কোন দল নির্বাচনে এলো আর এলো না সেটা বড় কথা থাকে না। জনগণ চায় নির্বাচন হোক। সেজন্য নির্বাচন ঘিরে জনগণের মাঝে উচ্ছ্বাস ও আনন্দ দেখা দিয়েছে। সে কারণে নির্বাচন সফল হবে।’

    বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ ভবনে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

    নির্বাচন নিয়ে আশাবাদী উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘আমি গত ১০ বছর ধরে কসবা-আখাউড়ার মানুষের জন্য কল্যাণ করে গেছি এবং জনগণ আমার সঙ্গে আছে।’

    এ সময় মন্ত্রীর সঙ্গে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, পৌর মেয়র এম জি হাক্কানি প্রমুখ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content