• সারাদেশ

    দেবহাটা উপজেলা পরিষদের আইনশৃংখলা ও মাসিক সভা অনুষ্ঠিত

      আব্দুল্লাহ আল মামুন ।। ২৮ ডিসেম্বর ২০২৩ , ৫:২৪:৩২ প্রিন্ট সংস্করণ

    দেবহাটা উপজেলা পরিষদের আইনশৃংখলা ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচিতি পরবর্তী সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা উপজেলা নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। আইনশৃংখলা, চোরাচালান সন্ত্রাস ও নাশকতা, মানব পাচার, যৌতুক, বাল্য বিবাহ নারী শিশু নির্যাতন প্রতিরোধ ও মাসিক সাধারণ সভাগুলো পর্যায়ক্রমে উপজেলা পরিষদ মিলনায়তনে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। উপজেলার আইনশৃংখলা, চোরাচালান সন্ত্রাস ও নাশকতা, মানব পাচার, যৌতুক ও বাল্য বিবাহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। উক্ত সভায় সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানা অফিসার ইনচার্জ সেখ
    মাহমুদ হোসেন, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিজিবির সুবেদার আকরামুল হক, কুলিয়া ইউপির চ্যানেল চেয়ারম্যান আবু সাঈদ, পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। উক্ত আইনশৃঙ্খলা মিটিংয়ে নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, তিনি আসার পরে দেবহাটা উপজেলার সবদিক দিয়ে দেখেছি আইনশৃঙ্খলা অনেক ভালো। এখানকার মানুষ শান্তিপ্রিয় এবং এভাবেই যাতে চলে সেজন্যে তিনি আইনশৃঙ্খলা বাহিনীসহ দেবহাটাবাসীর সহযোগীতা কামনা করেন।

    আরও খবর

    Sponsered content