• সারাদেশ

    কালিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করলেন এস এম জগলুল হায়দার এমপি

      হাফিজুর রহমান শিমুলঃ ১০ নভেম্বর ২০২২ , ৬:৪১:১৭ প্রিন্ট সংস্করণ

    হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জে বুধবার ৯ নভেম্বর) ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্ভাবনী মেলার সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত মেলায় পৃথক ৪টি প্যাভিলিয়নে ডিজিটাল উদ্ভাবনী বিষয়ক বিভিন্ন স্টল দেওয়া হয়েছে। প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্ম সংস্থান বিষয়ে উপস্থাপন করা হয়। মেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। মেলায় ডিজিটাল সেবার মানোন্নয়নে নাগরিকদের মূল্যায়ন সম্পর্কে অনলাইনে মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়। এছাড়া, শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রোকনুজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু প্রমুখ। বর্ণাঢী আয়োজনের অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content