• সারাদেশ

    কয়রা শাকবাড়ীয়া স্কুল এণ্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস- ২০২৩

      মোঃ আলামিন ইসলাম, কয়রা উপজেলা প্রতিনিধিঃ ৫ অক্টোবর ২০২৩ , ৭:৩৬:০২ প্রিন্ট সংস্করণ

    প্রথম বারের মত সরকারীভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় খুলনার কয়রা শাকবাড়ীয়া স্কুল এণ্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস – ২০২৩ উদযাপিত হয়েছে।
    UNESCO ঘোষিত ” The teachers wanted for the education we want: The global imperative to reverse the teacher shortage “. ( কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ অপরিহার্যতা) শির্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সকলের শ্রদ্ধাবোধ এবং সম্মান বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা তৈরীতে সকলের অংশগ্রহণে সকাল ১১ টায় রেলী শেষে প্রতিষ্ঠানের হলরুমে অধ্যক্ষ এসে এম আবু বকর সিদ্দিকী’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র মণ্ডল, সিনি ঃ শিক্ষক প্রান কৃষ্ণ মণ্ডল, মোস্তফা ফজলুল হক, হরষিত সরকার, সহকারী শিক্ষক সৌমেন্দ্র নাথ অধিকারী,  কৃষ্ণা দাস, মুর্শিদা আক্তার লিপি, মুকুল হোসাইন শিকারী, একাদশ শ্রেণীর ছাত্র তানজির সিরাজ, ছাত্রী সাদিয়া আক্তার, দশম শ্রেণীর মিম্মা, নবম শ্রেণীর অর্ক দাস, সুমাইয়া আক্তার, হিয়া প্রমুখ।  

    এছাড়া উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়, বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়, হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ বেদকাশী মাধ্যমিক বিদ্যালয়, বেদকাশী কলেজিয়েট স্কুল, গ্রাজুয়েটস্ মাধ্যমিক বিদ্যালয়, প্রতাপ স্মরণী মাধ্যমিক বিদ্যালয় সহ সকল বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।

    আরও খবর

    Sponsered content