• সারাদেশ

    ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্যাহ আল মাহমুদ

      আজকের খবর ১১ এপ্রিল ২০২৪ , ২:৫৭:১২ প্রিন্ট সংস্করণ

    মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃসুবর্ণচর উপজেলা বাসীকে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চরজুবিলী ইউনিয়নের স্বনাম ধন্য পরিবারের কৃতি সন্তান সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ জাবেদ । তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে এলো খুশির ঈদ। ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত,সেই মুহুর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তাই ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। পবিত্র ঈদুল ফিতরের খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি । ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।সৎ সাহসী নীতিবান ও মানবিক সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ (জাবেদ) আরও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন ও নিকট জনসহ সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। পবিত্র ঈদুল ফিতরের দিনে সুবর্ণচর উপজেলাসহ বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবর্ণচর উপজেলার আওতাধীন সকল মুসলিম ভাইবোন ও বাংলাদেশসহ সারাবিশ্বের প্রবাসি মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

    আরও খবর

    Sponsered content