• বিশেষ প্রতিবেদন

    চাটখিলে পাওনা টাকা চাওয়ায় মহিলাকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

      আজকের খবর 14 October 2024 , 8:37:45 প্রিন্ট সংস্করণ

    মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর চাটখিলে পাওনা টাকা চাইতে গিয়ে মারিয়া সুলতানা (শান্তা) নামের এক নারীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান লিটনের বিরুদ্ধে।

    ভুক্তভোগী শান্তা ৯ অক্টোবর (বুধবার) চাটখিল পৌর বাজারে এক সংবাদ সম্মেলনে জানান, তিনি স্বামী পরিত্যক্তা এবং দুই সন্তানের জননী। তিনি দীর্ঘ ৬ বছর ধরে লিটনের ফ্লাটে ভাড়া থাকেন এবং ২০২৩ সালের ৫ জানুয়ারি ৭ লাখ টাকা ব্যবসার উপর লিটনকে দেন। চুক্তি অনুযায়ী, লিটন লাখে প্রতি মাসে ১ হাজার টাকা হিসাবে ৭ হাজার টাকা ইন্টারেস্ট দেওয়ার কথা থাকলে ও গত ২৩ মাসে একটি টাকা ও দেন নাই,এবং আসল টাকার ও কোন খবর নেই। শান্তা টাকা চাইতে গেলে লিটন তাকে ভয়ভীতি দেখান এবং কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হয়রানি করা হয়, বিষয়টি চাটখিলের সাবেক এমপি মোঃ ইব্রাহিম সাহেব ও অবগত আছেন, শান্তা জানান ইতিপূর্বে আমি চাটখিলে কর্মরত সাংবাদিকদের জানিয়েছি,তিনি আমার ফ্লাটের বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ করে দেন, যার ফলে শান্তা এবং তার সন্তানদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।এ বিষয়ে তিনি প্রশাসনের সহযোগিতা ও ন্যায়বিচার দাবি করেছেন।

    আরও খবর

    Sponsered content