• সারাদেশ

    বড়াইগ্রামে আইন শৃঙ্খলা কমিটির সভায় গ্রাম আদালত সক্রিয় করতে গুরুত্ব আরোপ

      নাটোর প্রতিনিধি: ২২ জানুয়ারি ২০২৪ , ১:০৭:১৪ প্রিন্ট সংস্করণ

    নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রাম আদালত সক্রিয় করতে গুরুত্ব আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেল।এছাড়া আরও উপস্হিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন , হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সন্ধ্যা মার্ডি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ আরও সকল সদস্যবৃন্দ।
    আইন শৃঙ্খলা কমিটির সভায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে উপজেলা সমম্বয়কারী সন্ধ্যা মার্ডি উপস্থিত সকলকে অবগত করে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রাম পুলিশদের গ্রাম আদালত বিষয়ক ট্রেনিং ও ওরিয়েন্টেশন প্রদানের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে আরও বেশী শক্তিশালী ও সক্রিয় করা হবে। কোন মামলা থানাতে দায়ের করার পূর্বে যদি সেটা গ্রাম আদালত এখতিয়ারভুক্ত হয় তবে অবশ্যই সেই মামলাটি ইউনিয়ন পরিষদে পাঠানোর জন্য তিনি অনুরোধ করেন। এর ফলে স্বল্প সময়ে অল্প খরচে ইউনিয়ন পরিষদে মামলা গুলো নিষ্পত্তি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    আরও খবর

    Sponsered content