• সারাদেশ

    গাজীপুরে আগুনে পুড়ল অর্ধশতাধিক ঘর

      গাজীপুর প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৩ , ২:৩৮:০৪ প্রিন্ট সংস্করণ

    গাজীপুরে এক কলোনির অর্ধশতাধিক ঘর ও মালামাল আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

    শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর মহানগরীর নলজানী গ্রামের বছির সড়কের অ্যাডভোকেট মারুফুল ইসলাম রুবেলের কলোনীতে এ ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর টিনশেডের ওই কলোনির একটি কক্ষে অগ্নিকান্ডের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন পার্শ্ববর্তী কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

    আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৮টা পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করেন। আগুনে ওই কলোনির ৫২টি কক্ষের সবকয়টি কক্ষ মালামালসহ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content