• সারাদেশ

    বাংলাদেশ কৃষকলীগ ২নং কপিলমুনি ইউনিয়নের ৬নং ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

      সেলিম মোড়ল ২২ জুলাই ২০২৩ , ১২:৪৩:৪৭ প্রিন্ট সংস্করণ

    ২১ জুলাই ২০২৩ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ৭নং নাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ কৃষকলীগ পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ পাইকগাছা উপজেলার আহবায়ক এ্যাডভোকেট আব্দুর রশীদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ পাইকগাছা উপজেলা শাখার সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম।সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আজির উদ্দীন গাজী, অনুষ্ঠান সঞ্চালনা করেন কপিলমুনি ইউনি কৃষকলীগের সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌরসভা কৃষকলীগের আহবায়ক ফারদিন রায়হান জিতু, সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফি, গদাইপুর ইউনিয়ন কৃষকলীগের কশেম সরদার, ইউনিয়ন কৃষকলীগ নেতা রনি, শ্রমিক নেতা ইবাদুল মোড়ল, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক প্রকাশ চন্দ্র দাশ, বিশিষ্ট সমাজ সেবক মনোরঞ্জন দাশ। ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বর সখিনা বেগম, এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি ও সম্পাদক মন্ডলী যথাক্রমে-ইসমাইল গাজী, বিল্লাল হোসেন, দিপংকার রায়, মুকন্দ বিশ্বাস, খাইরুল গাজী, জাইদুল। কপিলমুনি কলেজ ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু গোলদার, সহ আরও অনেক নেতৃবৃন্দ। উক্ত সম্মেলনে নব নির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ আমিরুল ইসলাম কাগজী, সহ সভাপতি-আকবার শেখ, উত্তম দাশ, সিরাজুল শেখ, সাধারণ সম্পাদক-মোঃ হাসান আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল দপ্তরী, রেবেকা বেগম, সাংগঠনি সম্পাদক-মোঃ অজিয়ার বিশ্বাস, শাহানারা বেগম সহ আরও অনেকে। ৬নং ওয়ার্ড কমিটির নবনির্বাচিত সকল নেতা কর্মীদের কপিলমুনি ইউনিয়ন কৃষকলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

    আরও খবর

    Sponsered content