• সারাদেশ

    আমি নির্বাচিত হতে পারলে জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করবো – এসএম আতাউল হক দোলন

      নিজস্ব প্রতিনিধিঃ ৩১ ডিসেম্বর ২০২৩ , ৬:০৭:০৪ প্রিন্ট সংস্করণ

    হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন।রবিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪ টায় চৌমুহনী হাইস্কুলের মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল হক সরদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্ছু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেলিন, শ্যামনগর উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আনিছুর রহমান। কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আ’লীগের নেতা শেখ আব্দুল্লাহ। সভায় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, উপদেষ্টা মাসুদা খানম মেধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ভুরুলিয়া চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবু, মথুরেশপুর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ চেয়ারম্যানবৃন্দ, আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হাজার হাজার নেতাকর্মী। বিশাল জনসভায় বক্তব্যে প্রধান অতিথি বলেন আমি আপনাদের দেওয়া ভালোবাসায় মুগ্ধ হয়েছি। সাতই জানুয়ারী বঙ্গবন্ধুর প্রতীক নৌকায় আপনার মূল্যবান ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও উন্নয়নের ধারাবাহিকতা রাখতে ভূমিকা রাখবেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে চরেছেন। দেশী এবং বিদেশি চক্রান্তকে রুখেদিয়ে তিনি পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ বড় বড় প্রকল্প হাতে নিয়ে দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তর করতে কাজ করছে। এসময়ে তিনি আরও বলেন সাতক্ষীরা ৪ আসনে ২০ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে কালিগঞ্জ অংশের ৮ টি ইউনিয়নকে আমি নির্বাচিত হতে পারলে বেশি অবদান রাখবো।বিগত সংসদরা যে ভূলটা করে ৮টি ইউনিয়নকে বঞ্চিত করেছে, আমি সেইটা মাথায় রেখেই কাজ করবো। গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মিদের উদ্দেশ্যে তিনি বলেন প্রতিদ্বন্দী প্রার্থী এইচ এম গোলাম রেজা প্রতিনিয়ত আচারণবিধি লঙ্ঘন করেই চলেছে। আপনারা কলমের মাধ্যমে অপপ্রচার ও আচারণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কলম ধরবেন আশাকরি।পরিশেষে বলি জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক দিয়েছেন এই জনপদে উন্নয়নের লক্ষে। সুতারং সকলকে আমার প্রাণের প্রতীক নৌকায় আপনার মূল্যবান ভোটটি দিয়ে এই জনপদের উন্নয়নে অবদান রাখতে সচেষ্ট থাকব জয়বাংলা। প্রতিপক্ষ আমার ও আমার পরিবারের পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধি এবং নেতাকর্মী সমর্থকদের নানান হুমকী ধমকী দিয়ে নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করেই চলেছে। আমি তাদের হীনমন্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উক্ত জনসভায় নৌকার শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন বর্ষিয়ান আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান প্রয়াত শেখ রিয়াজ উদ্দিন সমর্থিত হাজার হাজার নেতাকর্মী।

    আরও খবর

    Sponsered content