মোঃ সাজ্জাদ আলী,নড়াইল প্রতিনিধিঃ ৪ ডিসেম্বর ২০২৩ , ৭:৩৮:০৭ প্রিন্ট সংস্করণ
মোঃ সাজ্জাদ আলী,নড়াইল প্রতিনিধিঃনড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের অর্ন্তগত বাগডাঙ্গা মধ্যপাড়া যুবসংঘ কর্তৃক বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩রা ডিসেম্বর-২০২৩ রোজ রবিবার বাদ আছর হতে বাগডাঙ্গা মধ্যপাড়া ফকিরবাড়ী জামে মসজিদ ময়দানে প্রতি বছরের ন্যায় মাওলানা মুফতি হুসাইন সাহেবের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০ নং ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব সজীব মোল্যা। প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। যারা ধর্ম নিয়ে বিশৃঙ্খলা করে তারা ইসলাম ও জাতির শত্রু। সততা ও নিষ্ঠার সাথে সারা জীবন কাজ করেছি বলেই মানুষ আমাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছে। যারা আমাকে তাদের উন্নয়নে মহা মূল্যবান ভোট দিয়ে ঐ আসনে বসিয়েছেন। তাদের আশার প্রতিফলন ঘটিয়ে আমার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমার চাওয়া পাওয়ার আর কিছুই নাই। আমি শুধু মানুষের ভালবাসা ও দোয়া চাই’।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কন্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি ইসমাইল হাতেমী, দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ মাহফিলে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন হযরত মাওলানা মুফতি রজিবুল ইসলাম, তৃতীয় বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন মাওলানা নুরুল আলম ফারুকী।
উক্ত ওয়াজমাফিল বাগডাঙ্গা মধ্যপাড়া যুবসংঘ কর্তৃক সুষ্টভাবে পরিচালনা করা হয়।