• সাহিত্য বিভাগ

    সুস্নিগ্ধা রায় চৌধুরীর – শহরটা

      সুস্নিগ্ধা রায় চৌধুরী ২১ নভেম্বর ২০২৩ , ৫:৩৫:১২ প্রিন্ট সংস্করণ

    শহরটা

    সুস্নিগ্ধা রায় চৌধুরী

    অনেকদিন পর আজ আবার চিনলাম
    আমার পুরানো শহরটাকে । আমার শহরে
    চরম ব‍্যস্ততা , কেউ কাউকে ঠিক চেনে না ।
    সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক
    দিতে দিতে চিনেছি এই জীবনটাকে ।
    এখানে রোজ সকাল হয় ভোর পাচটায় , তারপর রোজনামচা কাজ শুরু হয় ।
    এখানে সবাই কাজে ব‍্যস্ত তাই কেউ ঠিক
    কাউকে চেনে না , সবাই বোঝে কাজ , পয়সা
    ও নিজের স্বাধীনতা । এই শহরে সবাই ব‍্যস্ত ট্রামে
    বাসে বাদরের মতো ঝুলে যাতায়াত করে । কেউ স্কুল , কেউ কলেজ আর বাকীরা যায় অফিসে । সবাই ব‍্যস্ত , কেউ কাজে কেউ আবার অকাজে । কোন বৃদ্ধের কাজ নেই তাই চায়ের দোকানে বসে খেলার গল্প , এপাড়ার পিসি , কাকী গল্প মানে ছেলের বৌয়ের পিন্ডি চটকানো । এই শহর আমার খুব পরিচিত , এখানে আমি মানুষ , এখানে আমি মানানসই ।।