• সারাদেশ

    রহস্যের পাহাড়ে – কবি পুলিশ,সেলিম মিয়া

      পুলিশ কবি সেলিম মিয়ার - রহস্যের পাহাড়ে ৩০ নভেম্বর ২০২৩ , ৩:৩৭:০৯ প্রিন্ট সংস্করণ

    রহস্যের পাহাড়ে

    পুলিশ,সেলিম মিয়া

    লুকিয়ে রাখা বিবেক যদি ঝর্নার জল হয়ে আসে।
    সাগর বৃত্তের ঢেউখেলানো মুক্তোর হাসি হয়ে যদি তা আবার ভাসে।
    বুঝে নিও, ঈশ্বরের সৃষ্টির মাঝে অনাসৃষ্টি কিছু নেই।

    অনাসৃষ্টির গিরিখাত মানুষ তৈরি করে, মানুষের জন্যেই।
    একজনের মনের স্বাদ বিলাস, অন্যজনের ঢেকির নীচে যারা ছ্যাচে।
    অবিত্তর ব্যাথিত বুকে, বিত্ত শিখরের তীর যারা ছুঁড়ে।
    কিছু সময় চেষ্টা করেও, ঐ কুটিল বিত্তদের অপকার্য সিদ্ধি হয় না।
    জটিলেরা জানে না, স্রষ্টার দয়ায়, একসময় দেখতে পাবে, কার কাঠগড়ায় কে দাঁড়ায়।

    আরও খবর

    Sponsered content