• সারাদেশ

    পাইকগাছা সমিতির নির্বাচন -২০২৩

      এস কে আলীম,কপিলমুনি খুলনা। ২৫ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৫৪:২৪ প্রিন্ট সংস্করণ

    সাঈদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃজাহাঙ্গীর আলম।
    পাইকগাছা সমিতির নির্বাচনে- বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ কে এম সাঈদ হোসেন সভাপতি ও জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী ৬ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু গত ২২ সেপ্টেম্বর প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন অন্য কোন পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ঐ দিনে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ফলে পাইকগাছা সমিতির ১১টি পদের প্রতিটিতে একক প্রার্থী হিসাবে ওই ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ অবস্থায় গত ২২ সেপ্টেম্বর বিকেলেই প্রধান নির্বাচন কমিশনার গাজী আব্দুস সাত্তার নির্বাচনের ফল ঘোষণা করেন। পাইকগাছা সমিতির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি ১। মুন্সি সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি ২। মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি ৩।মোঃ মফিজুল ইসলাম, সহ-সভাপতি ৪।মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি ৫। সব্যসাচী মন্ডল, সহ-সভাপতি ৬। মোস্তফা কামাল। যুগ্ম সাধারণ সম্পাদক ১।এস এম আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ২। দেবাশীষ মিস্ত্রি, সাংগঠনিক সম্পাদক নিউটন কুমার রায়, সহ-সংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ আলী গাজী, কোষাধ্যক্ষ তারিকুল হাসান, প্রচার সম্পাদক গাজী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মোঃ আল মামুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুখদেব কুমার সানা, সমাজ কল্যাণ সম্পাদক সরদার ফারুক হোসেন।

    আরও খবর

    Sponsered content