• সারাদেশ

    কপিলমুনি বাজার মনিটরিংয়ে ইউ এন ও কর্তৃক শাত হাজার টাকা জরিমানা আদায়

      এস কে আলীম,কপিলমুনি খুলনা। ২১ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৪৯:১৭ প্রিন্ট সংস্করণ

    আকর্স্মিক কপিলমুনি বাজার মনিটরিংয়ে এলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলামিন। বৃহস্পতিবার বেলা ১২ টায় তিনি কপিলমুনি সবজি বাজারের সকল ব্যবসায়ীদেরকে আলু প্রতি কেজি-৩৫টাকা,পেয়াজ-৬৫ টাকা ও প্রতি পিস ডিম-১১ টাকা বিক্রয় করার নির্দেশ দেন। এ নির্দেশনা উপেক্ষিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ব্যবসাীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারী দেন।এ সময় তিনি পোল্ট্রি বাজারে পোল্ট্রি মাংসের মূল্য তালিকা টানানো না থাকায় ও নোংরা পরিবেশে মাংস বিক্রি করায় পোল্ট্রি মাংস ব্যবসায়ী আবু বক্কার-৩ হাজার,আলামিন-২ হাজার ও রাজু আহম্মেদের নিকট থেকে -২ হাজার টাকা সহ মোট -৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় সরকারী কাজে বাঁধা দেয়ার অভিযোগে সাবেক ইউপি সদস্য পোল্ট্রি ব্যবসায়ী আবুল বাশারকে আটক করেন। মনিটরিং শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলামিন বলেন দুই দিনের ভিতরে ভোগ্য পণ্যের মূল্য তালিকা স্ব স্ব ব্যবসা প্রতিষ্টানে টানাতে হবে এবং এ মনিটরিং নিয়মিত চলবে। মনিটরিংয়ের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তি জাহাঙ্গীর আলম, ২ নং কপিলমুনি ইউপি চেয়ারম্যান,স্থানীয় ভূমি অফিসের ইউনিয়ণ ভূমি কর্মকর্তা মোঃ কামাল হোসেন,ইউ এন ও’র পেশকার ইব্রাহীম হোসেন সহ স্থানীয় সাংবাদিক,জন প্রতিনিধি ও কপিলমুনির পুলিশ ফাঁড়ির সদস্য বৃন্দ।

    আরও খবর

    Sponsered content