• সারাদেশ

    কালিগঞ্জে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২৩ , ৭:০০:২৫ প্রিন্ট সংস্করণ

    সাতক্ষীরার কালিগঞ্জে র‌্যালী, ঘোষনাপত্র পাঠ ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই” এই শ্লোগানে পিএফজি গ্রুপ কালিগঞ্জ উপজেলার আয়োজনে সোমবার (২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে সুজন উপজেলার সহ সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে, উপজেলা সেক্রেটারী কালিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাম্বাসেডর ডাঃ শফিকুল ইসলাম বাবু, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড় বিশিষ্ট আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্ছু, বন্ধু ফোরামের সেক্রেটারী কলেজ শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান, উপজেলা আ’লীগের সদস্য নয়ন দাশ। দিবসের ঘোষনাপত্র পাঠ করেণ পিএফজি গ্রুপের সাবেক এ্যাম্বাসেডর সাংবাদিক হাফিজুর রহমান শিমুল। দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই শ্লোগানে ২০১৭ সাল হতে বিভিন্ন কর্মসূচী পালিত হয়ে আসছে। র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেণ পিএফজি গ্রুপের উপজেলা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, শিল্পী, কবি, দি হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তাবৃন্দ, সূধী ও শিক্ষার্থীরা।

    আরও খবর

    Sponsered content