• সারাদেশ

    কপিলমুনিতে কেকে এসপির মাস ব্যপি ক্রীড়া প্রশিক্ষন শুরু

      এস কে আলীম, কপিলমুনি খুলনা। ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ১:৩২:৫৫ প্রিন্ট সংস্করণ

    কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (কেকে এসপি)র’ মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনের পর ব্যাপক সাড়া পড়েছে। স্বতস্ফুর্ত ভাবে বয়স ভিত্তিক অনূর্ধ ১৪,১৭ এবং ১৯ বছর বয়সের শিক্ষার্থীরা প্রশিক্ষনে অংশ গ্রহন করছে। শুধু শিক্ষার্থীদের মধ্যে নয় অভিভাবকদের মধ্যেও যেন স্বস্তি ফিরে এসেছে। সন্তানদের অনাগত ভবিষ্যতের চিন্তায় যখন দিশেহারা ঠিক সেই মূহুর্তে কে কে এস পির এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। সন্তানরা দিন দিন মোবাইল গেমের প্রতি যখন আসক্ত হয়ে পড়ছিল সেই সময় টুকু তাদের সন্তানদের খেলার মাঠে দেখে অভিভাবকরা উদ্বিঘ্নতা কাটিয়ে কিছুটা স্বস্থি ফিরে পেয়েছেন। জানিয়েছেন নানা অনুভূতির কথা। অভিভাবক শেখ মোস্তাফিজুর রহমান পারভেজ বলেন, এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম, তিনি বলেন, আমরা দেখেছি ২০১০ সালে কেকেএসপি প্রথম প্রশিক্ষন কোর্স চালু করেন,কিন্তু প্রশিক্ষন শেষ হওয়ার পর খেলাধুলা অব্যাহত না থাকার কারনে খেলার মাঠ থেকে মুখ ফিরিয়ে সন্তানরা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ে। তাই এবার যেন এমনটি না হয় সেটাই কেকেএসপির নিকট প্রত্যাশা করেন তিনি। এ ব্যাপারে সভাপতি শেখ আব্দুর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন ২০১৩ সাল পর্যন্ত দায়িত্বে থাকা কালিন খেলাধুলা অব্যাহত ছিল এবং আমাদের টিম বিভিন্ন জায়গায় খেলা করে তারা বিজয় অর্জন করেছে। তবে এবার শুরু যখন করেছি এ খেলা অব্যাহত থাকবে এমনটায় আশা করেন।ফুটবল, ক্রিকেট, ভলিবল,সহ বিভিন্ন খেলা প্রতিদিন চলবে। গত ৬ ফেব্রুয়ারী প্রথম দিনেই ১ শত ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষন শুরু করে, গত ৯ দিনে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ শত ৫০ জন । প্রতিদিন বাড়ছে শিক্ষার্থীদের সংখ্যা। কপিলমুনি সহচরী বিদ্যামন্দির প্রাঙ্গনে বিকাল ৩ টা থেকে শুরু হয় এই প্রশিক্ষন। খেলাধুলার প্রচলন যখন শূন্যের কোটায় ঠিক সে সময় কপিলমুনি স্কুল মাঠের এমন দৃশ্য সকলকে আকৃষ্ট করেছে। আন্দোলিত হচ্ছে ক্রীড়ামোদিরা। সাবেক জাতীয় স্বনামধন্য ফুটবল কোচ শামসুদ্দোহা চাঁদ তাঁর দক্ষতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শতভাগ আন্তরিকতা দিয়ে প্রশিক্ষন দিয়ে যাচ্ছেন। সার্বিক তত্ত্বাবধানে আছেন কে কে এস পির সভাপতি শেখ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক এম বুলবুর আহম্মেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

    আরও খবর

    Sponsered content