আজকের খবর ১৮ এপ্রিল ২০২৪ , ১০:৪০:১৬ প্রিন্ট সংস্করণ
মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচরে জাতীয় কর্মসুচীর অংশ হিসাবে(১৮-২২)৪ দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার । উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, ডাঃ ফখরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হারুনুর রশিদ , শিক্ষা কর্মকর্তা মুহিন,উপজেলা প্রকৌশলী মোঃ শাহজালাল,সমাজসেবা কর্মকর্তা মোঃ নূরনবী, উপজেলা সহকারী কমিশনার ভূমি অশোক বিক্রম চাকমা,এলাকার বিভিন্ন পাখির খামারি গন এ সময় উপস্থিত ছিলেন । মেলায় বিভিন্ন পশু-পাখির প্রায় ৩০টি ষ্টল স্থান পায়। অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন সরকার ও অতিথি বিন্দু।