শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অবৈধ মধু পারমিট – কর্তৃপক্ষের নেই কোন অভিযান কপিলমুনি বাজারে অভিযানে তিনটি তেল মিলকে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চিংড়ি ঘেরের নেট পাটা ও ঘেরের বাসা পুড়িয়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি কপিলমুনি পুলিশফাঁড়ির পাশেই চুরি সংঘটিত পাইকগাছায় ইজিবাইক ও ইঞ্জিন ভ্যানের দুর্ঘটনা এড়াতে পুলিশ তৎপর পাইকগাছায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান আমি সংবাদ কর্মী – শাহাদাত হোসেন শাজাহানপুরে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে কুড়ানো শাকের মেলা অনুষ্ঠিত
জরুরী নোটিশঃ
Wellcome to our website...

ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ সবুজ সরকার সৌরভ,ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ / ৩২০ টাইম ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৭:৪৩ পূর্বাহ্ন

সোমবার ১৩ ফেব্রুয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক জেনারেল অফিসার কমান্ডিং, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, বিএসপি (বার), এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আশরাফুল কাদের, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি ও জাকিয়া ফেরদৌস। প্রতিবছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সুসম্পন্ন হওয়া এই প্রতিযোগিতায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।

উক্ত অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অতিথিবৃন্দ কলেজ প্রাঙ্গণে পৌঁছালে তাঁদেরকে স্বাগত জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ ফেরদৌস-উর রহমান খান, ইঞ্জিনিয়ার্স। উক্ত প্রতিযোগিতায় ডক্টর ফজলুর রহমান খান হাউজ চ্যাম্পিয়ন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হাউজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি তাঁর বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদেরকে নৈতিক চরিত্র গঠনসহ দেশপ্রেমিক, আদর্শ, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সুন্দর সুখী বাংলাদেশ গড়ার অভিপ্রায় ব্যক্ত করেন। প্রতিযোগিতার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ মার্চ পাস্ট (কুচকাওয়াজ), মনোজ্ঞ থিম ডিসপ্লে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ ফেরদৌস-উর রহমান খান, ইঞ্জিনিয়ার্স অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আগত অতিথিবৃন্দকে স্বাগত বক্তব্যের মাধ্যমে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই বিভাগের আরো খবর