• সারাদেশ

    শ্যামনগরে আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনার উপর ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনী

      বিশেষ প্রতিনিধিঃ ১৯ জুলাই ২০২৩ , ১০:০৬:১৩ প্রিন্ট সংস্করণ

    শ্যামনগর উপজেলায় আইওএম ও সরকারের টেকনিক্যাল সহায়তায় জেলা, উপজেলা, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গণঅপসারন, উদ্ধার ও
    আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনার উপর প্রশিক্ষকদের ৩ দিনব্যাপী
    প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই (বুধবার) সকাল ১০ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাস্তবায়নে ইউএসএআইডি (USAID)-এর একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রমের সহযোগিতায় এস ডি আর আর প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে (চতুর্থ তলায়) উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন
    উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন
    উপজেলা এনজিও সমন্বয়ে পরিষদের সমন্বয়কারী গাজী আল ইমরান, ফ্রেন্ডশিপ এনজিও এর প্রতিনিধি মোঃ মিজানুর রহমান প্রমুখ। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) এর প্রতিনিধি শাবাব শাহরিয়ার, অত্র প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান, সিপিপি ডিপুটি ইউনিয়ন লিডার মোঃ ফারুক হোসেন। প্রশিক্ষণে প্রশিক্ষার্থীরা কিভাবে সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট করবে, দুর্যোগের বিভিন্ন সংকেত সমূহ কমিউনিটিকে জানাবে, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ও দুর্যোগ বিষয়ক সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান কর হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রকল্পের প্রকল্প কর্মকর্তা দীপঙ্কর সাহা।

    আরও খবর

    Sponsered content