• জাতীয়

    দুর্গাপূজায় নাশকতার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

      নিজস্ব প্রতিনিধিঃ ১৯ অক্টোবর ২০২৩ , ১:৫৯:৩৬ প্রিন্ট সংস্করণ

    বৃহস্পতিবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নেয়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ব্রিফ করেন ডিএমপি কমিশনার।

    তিনি বলেন, পূজার আয়োজকদের সঙ্গে সব বিষয়ে আলোচনা করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ প্রস্তুত থাকবে। পূজা উপলক্ষে নাশকতার কোনো শঙ্কা নেই। তবে শঙ্কা মাথায় রেখেই সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

    হাবিবুর রহমান জানান, ২৪৮টি পূজামণ্ডপকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ ও কম গুরুত্বপূর্ণ। সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।

    তিনি বলেন, নির্দিষ্ট সময়ের ভেতরে প্রতিমা বিসর্জন করার আহ্বান জানানো হয়েছে।

    তিনি আরও বলেন, সকল ধরনের শঙ্কা মোকাবিলা করতে প্রস্তুত আছে ডিএমপি।

    আরও খবর

    Sponsered content