• সারাদেশ

    কালিগঞ্জে হাট বাজার মনিটরিং করলেন উপজেলা সহকারী কমিশনার আজাহার আলী

      হাফিজুর রহমান শিমুলঃ ২০ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৩৬:০৮ প্রিন্ট সংস্করণ

    গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে উপজেলায় বাজার মনিটরিং করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার সর্ববৃহৎ কুশুলিয়া হাটে তিনি বাজার মনিটরিং করেন। এ সময়ে তিনি নিত্য প্রয়োজনীয় মালামালের মূল্য তালিকা আছে কিনা, সরকার নির্ধারিত তালিকার সাথে মিল আছে কিনা এবং মেয়াদোত্তীর্ন মালামাল বিক্রি করছে কিনা এসব বিষয়ে যথাযথ তদারকি করেন এবং জনসচেতনতায় উদ্বুদ্ধ করেণ। এছাড়া নির্বিঘ্নে হাট বাজারে ক্রেতা বিক্রেতারা কেনাবেঁচা করতে পারছেন কিনা তার খোঁজখবর নেন। মনিটরিং করার সময়ে কালিগঞ্জ থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content