• জাতীয়

    আগামী সপ্তাহে চাকরিতে যোগ দিচ্ছেন সেই শরীফ

      প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ৮:৩২:১৮ প্রিন্ট সংস্করণ

    আগামী সপ্তাহে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরি হারানো মো. শরীফ উদ্দিন। তিনি যোগ দিচ্ছেন বেসরকারি ভেটেরিনারি মেডিসিন ফার্মে। প্রতিষ্ঠানটির হেড অব টেকনোলজিস্ট পদে নিয়োগ পেয়েছেন। তার মাসিক বেতন ধরা হয়েছে ৮০ হাজার টাকা।

    বুধবার (১৬ নভেম্বর) শরীফ উদ্দিন বলেন, ‘গণমাধ্যমে আমাকে নিয়ে সংবাদ প্রকাশের পর দেশি-বিদেশি অনেক প্রতিষ্ঠান চাকরির অফার দিয়েছে। অনেকে চাকরির নিয়োগপত্রও পাঠিয়েছিল। দুটি বিদেশি এয়ারলাইন্স কোম্পানিও মাসে দুই লাখ টাকা বেতনে চাকরির অফার দিয়েছিল। কিন্তু আমি এই অফার গ্রহণ করিনি।’

    তিনি বলেন, ‘আমি ভেটেরিনারি চিকিৎসক। আমার লেখাপড়াও পশু স্বাস্থ্য নিয়ে। চাকরির অফার দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ছিল ভেটেরিনারি মেডিসিন ফার্মে। আমি মনে করি, এই প্রতিষ্ঠানে যোগ দিলে আমার পুরোনো পেশায় ফেরার সুযোগ তৈরি হয়। এ জন্য ভেটেরিনারি ওষুধ কোম্পানিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। আগামী সপ্তাহের প্রথম দিন থেকে আমি চাকরিতে যোগদান করব বলে চিন্তা করেছি।’

    দুদুকের চাকরি হারানোর পর দোকানে বেচা-কেনা করেন শরিফ উদ্দিন।শরীফ আরও বলেন, ‘দুদকে চাকরি হারানোর পর আর্থিক সংকটে পড়েছি। সন্তানদের লেখাপড়ার খরচ জোগান দেওয়া, মায়ের ওষুধ কেনাসহ নানা ব্যয় মেটানো কষ্টকর হয়ে পড়ে। এ কারণে সংসারের আর্থিক সমস্যার কারণে বড় ভাইয়ের কনফেকশনারি দোকানে বসতে বাধ্য হই। গত দুই মাস ধরে দোকানে বেচা-কেনা করছি।’

    শরীফ হোসেন ২০১১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) পাস করেন। এরপর ২০১৪ সালের ১২ অক্টোবর তিনি দুদকে যোগ দেন। প্রথম তিন বছর ময়মনসিংহ কার্যালয়ে দায়িত্ব পালনের পর ২০১৬ সালের ৭ ডিসেম্বর তাকে চট্টগ্রামে বদলি করা হয়। দুদকের এই কর্মকর্তাকে ২০২১ সালের ১৬ জুন চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়েছিল। পরে গত ১৬ ফেব্রুয়ারি দুদকের চাকরি বিধিমালা ৫৪-এর ২ ধারায় কমিশনের চেয়ারম্যানের একক ক্ষমতাবলে শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়।

    কক্সবাজারে ৭২টি প্রকল্পে সাড়ে তিন লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি, রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়মসহ একাধিক মামলা করেন। যেখানে যুক্ত আছেন একাধিক প্রভাবশালী।

    আরও খবর

    Sponsered content