শনিবার, ০৩ জুন ২০২৩, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীর মোহনপুরে এক সন্তানের জনককে গোপনে বিয়ে অতঃপর তরুণীর আত্মহত্যা পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত কপিলমুনির রিতু মন্ডল অপহরণ, ছয় দিন পার হলেও উদ্ধার হয়নি বজ্রপাত সচেতনতায় গ্রামিন উঠান বৈঠক অনুষ্ঠিত গাবুরায় ইটসোলিং রাস্তা তৈরিতে নিম্নমানের ইট বালু ব্যবহারের সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সংবাদ কর্মীকে হুমকি পত্নীতলায় সাবেক এমপি সামসুজ্জোহা সাথে দলীয় নেতা-কর্মীদের মতবিনিময় বরগুনা ২ পাথরঘাটা বামনা-বেতাগী সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শ‍্যামনগর সুন্দরবন এ্যাপোলো হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে আদিবাসীদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে মাটি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
জরুরী নোটিশঃ
Wellcome to our website...

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অবৈধ মধু পারমিট – কর্তৃপক্ষের নেই কোন অভিযান

নিজিস্ব প্রতিনিধিঃ / ৮৫ টাইম ভিউ
আপডেটঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৭:৪৭ পূর্বাহ্ন
ছবিঃ ফাইল ফটো

নিজিস্ব প্রতিনিধিঃ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে প্রতি বছরের ন্যায় আগামী ১ এপ্রিল সুন্দরবনের মধু আরনের আনুষ্ঠানিক ভাবে পাশ দেওয়া হবে। অথচ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা নুরুল আলম একটি দালাল চক্রের সিন্ডিকেট এর মাধ্যমে মোটা অংকের টাকা চুক্তিতে সুন্দরবনে চোরাই ভাবে মধু আহরণ অব্যাহত রেখেছে। যার কারণে চোরাই মধু আহরণের বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে নেই কোন অভিযান। নাম প্রকাশে অনিচ্ছুক উপকুলীয় কয়েকজন ব্যক্তি জানেন, সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক নূতন আসায় সব কিছু এখনও বুঝে উঠতে পারেননি। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলম একটি দালাল চক্র তৈরি করে সুন্দরবন উজাড়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড সৃষ্টি করে চলেছে। ওই দালালদের মাধ্যমে চোরাই মধু আহরণকারীরা পাশ ছাড়ার পূর্বে সুন্দরবন থেকে মধু আহরণ অব্যাহত রেখেছে। ওই দালাল চক্রের মাধ্যমে সুন্দরবনের চলছে বাঘ হরিণ নিধন মূল্যবান কাঠ পাচার ও নিষিদ্ধ এলাকায় মাছ কাঁকড়া আহরণ। । সম্প্রতি বন বিভাগ ও সিপিজির সদস্য সহ র‍্যাব ও কোটগার্ডের সদস্যদের হাতে হরিণ ও বাঘের চামড়া আটক হয়েছে। পশ্চিম সুন্দরবনের কয়েকটি এলাকায় একাধিক চোরাই শিকারি চক্র সুন্দরবন থেকে হরিণ শিকার করে। এদের একদল সুন্দরবনে, আরেক দল লোকালয়ে। সাতক্ষীরা রেঞ্জের তথ্য অনুযায়ী বন বিভাগের কাছে হরিণ শিকারিদের ১০৮ জনের একটা তালিকাও রয়েছে। এর মধ্যে বুড়িগোয়ালিনী স্টেশনে ৪২ জন,কোবাদক স্টেশনে ৩০ জন,কদমতলা স্টেশনে,২০ জন ও কৈখালী স্টেশনে ১৬ জন। তালিকা ছাড়াও আরো অনেকে জড়িত রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক উপকূলীয় এলাকায় অনেকে জানিয়েছে। অভিযোগ রয়েছে বন বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করে, আবার কখনো তাদের চোখ ফাঁকি দিয়ে হরিণ শিকার করে আসছে। বন বিভাগের তথ্য মতে সাতক্ষীরা রেঞ্জে২০২৩সালে বাঘগননার জন্য ৩ শত ৭৬টি ক্যামেরা স্থাপন করা হয় জানুয়ারীর প্রথম সপ্তাহের দিকে। এর মধ্যে ৮টি ক্যামেরা চুরি করে চোরারা। বিষয়টি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বন বিভাগের নজরে আসে। । এ বিষয়ে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক মহোদয়ের সাথে মুঠো ফোন বার বার ফোন দিয়ে রিসিব না হওয়ায় মতামত নেওয়া সম্ভব হয়নি। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলমের সাথে কথা হলে,তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। সুন্দরবন রক্ষায় শ্যামনগরের সুধীজন বন বিভাগ সহ আইন প্রয়োগ কারী সংস্থাকে আরো তৎপর হওয়া ও তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি করেছে।


এই বিভাগের আরো খবর