• সারাদেশ

    আমি সংবাদ কর্মী – শাহাদাত হোসেন

      প্রতিনিধি ১৫ মার্চ ২০২৩ , ১:৩০:১৯ প্রিন্ট সংস্করণ

    আমি সংবাদ কর্মী

    শাহাদাত হোসেন

    আমি সংবাদ কর্মী আমার কাজেই সংগ্রহ করা
    সংবাদ প্রচারের জন্যেই আমি দিনরাত ছুটে চলি।

    আমি সাংবাদিক মিছিল মিটিংয়ে ছুটে চলি
    সংবাদ সংগ্রহ করার জন্য তবে আমি সংবাদ কর্মী নির্যাতনের শিকার হই।

    আমি সংবাদ কর্মী শপথ করেছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো
    হই যতই হামলার শিকার তবুও মানবো না কোনো বাঁধাই।

    আমি সংবাদ কর্মী দিনরাত ছুটে চলি
    নতুন নিউজ সংগ্রহে আমি সাধারণ জনতার সংগ্রামে দাঁড়িয়ে।

    আমি সংবাদ কর্মী কখনো ঝরে আমার রক্ত
    আমি সংবাদ কর্মী কখনো আমি হই গুলিবিদ্ধ লাশ।

    কত নেতা মুখের ভাষণে দু’পক্ষ করে গোলাগুলি
    আমি সংবাদ কর্মী থাকি উপস্থিত।

    আমি সংবাদ কর্মী দিনরাত ক্যামেরা হাতে নিউজ সংগ্রহ করি
    কত রক্ত কত ঘাম ঝরে তবুও পেটের ক্ষুধায় সংবাদ পত্র তৈরি করি।

    আমি সংবাদ কর্মী মাঝরাতে মিথ্যে দায়ে হাতকড়া পড়ে
    জেল হাজতে ডিজিটাল আইনে বন্ধি থাকি।

    আমি সংবাদ কর্মী সত্য লিখলে ডিজিটাল আইনে
    আমার বাড়ি পুলিশ কর্মকর্তার নামে পরিচয় দিয়ে তুলে নিয়ে নদীতে আমার লাশ ভাসে।

    আমি সংখ্যা কর্মী প্রতিটি পদক্ষেপে বাঁধা আসে
    তবুও আমি সংবাদ কর্মী বুকে সাহস রেখে এগিয়ে চলি রাজপথ মিছিলে।

    আমি সংবাদ কর্মী দু’পক্ষেরই ইট পাটকেল মাথায় এসে লাগে
    আমরা পরিশ্রমী সংবাদ কর্মী আন্দোলনের ফুটেছ সংগ্রহ করি!!!

    আরও খবর

    Sponsered content