• সারাদেশ

    মহালছড়িতে সরস্বতী পূজা পালন

      সাইদুর রহমান,মহালছড়ি প্রদিনিধিঃ ২৬ জানুয়ারি ২০২৩ , ৮:৪৩:০২ প্রিন্ট সংস্করণ

    খাগড়াছড়ি জেলার, মহালছড়ি উপজেলাতে
    পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শ্রীপঞ্চমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়।
    শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়জিত হয়।

    ২৬ জানুয়ারী রোজ বৃহস্পতিবার তিথি অনুসারে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত মহালছড়ির বিভিন্ন স্থানে যথা, মহালছড়ি দক্ষিণা কালী মন্দির, মাষ্টারপাড়া যুব সমাজ, মহালছড়ি সরকারি কলেজ, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মাইসছড়ি জগন্নাথ মন্দিরসহ গ্রাম পাড়া মহল্লাতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।

    সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব।
    ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের পরিবারে এই দিন শিশুসন্তানদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন মহাপ্রসাদ আস্বাদন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত।

    মাষ্টারপাড়াস্থ ২০২৩ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেবনাথ ও সাধারণ সম্পাদক অভিরাজ দেবনাথ মান্না শুভকামনা আশা করেন যে সরস্বতী পূজা উদযাপনের মধ্যে দিয়ে দেবীর আর্শীবাদে ভরে ওঠুক বাংলার জ্ঞান ভান্ডার।

    এবং আজ সন্ধ্যায় মাষ্টারপাড়ার পূজামণ্ডপে গীতাপাঠ ও মনোজ্ঞ ধর্মীয় গানের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে সরস্বতী পূজা।

    আরও খবর

    Sponsered content