• সারাদেশ

    কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাফল্য

      এস কে আলীম,কপিলমুনি খুলনাঃ ১১ জানুয়ারি ২০২৩ , ৩:৩১:২৭ প্রিন্ট সংস্করণ

    একজন সৎ, যোগ্য,বিনয়ী, পরিশ্রমী,ও মানোবিকবোধ সম্পন্ন অসাপ্রদায়িক চেতনায় বিশ্বাসী প্রধান শিক্ষকের নাম রহিমা আখতার শম্পা। আমাদের তথা এ জনপদের মানুষের কাছে তিনি শিক্ষকতার একটি বর্ণিল অধ্যায়। তাঁর উদয়াস্ত পরিশ্রমের ফলে কপিলমুনি মেহরুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়টি নারী শিক্ষায় ধারাবাহিক সাফল্যে এখন গর্বোদ্ধত মস্তকে দাঁড়িয়ে আছে। অসম্ভব প্রাণচঞ্চল,আত্মবিশ্বাসী ও সৃজনশীল মনের অধিকারী দক্ষিণ খুলনার নারী শিক্ষার পাদপীঠ কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর’র বিদ্যালয় মঞ্জুরি কমিটির সম্মানিত সদস্যপদ লাভ করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও স্বনামধন্য অনির্বাণ লাইব্রেরীর সভাপতি হয়েছেন। তিনি ১৯৮৯ এস এস সি ব্যাচের সভাপতির দায়ীত্বও পেয়েছেন। রহিমা আখতার শম্পাকে অফুরণ শুভাশীষ ও অভিনন্দন।

    আরও খবর

    Sponsered content