• সারাদেশ

    কপিলমুনির রিতু মন্ডল অপহরণ, ছয় দিন পার হলেও উদ্ধার হয়নি

      এস কে আলীম,কপিলমুনি খুলনা। ৯ মে ২০২৩ , ৯:৩২:৩৬ প্রিন্ট সংস্করণ

    অপহরণের ৬ দিন অতিবাহিত হলেও কোন সন্ধান মেলেনি সপ্তম শ্রেণীর ছাত্রী রিতু মন্ডলের। মেয়ের হদিস না পাওয়ায় তার বাবা -মা কেঁদে বুক ভাসাচ্ছেন। মেয়েকে পাওয়ার আশায় তারা উদ্ভ্রান্তের মত ছুটে চলেছেন এখানে ওখানে। রিতু মন্ডল (১৩) পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের তালতলা গ্রামের হত দরিদ্র দিন মজুর আদিত্য মন্ডলের একমাত্র কন্যা। সে ডুমুরিয়া উপজেলার আলাদীপুর কে এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। গত ২ মে মঙ্গলবার তার স্কুলের সামনে থেকে সে অপহরণ হয়েছে বলে জানাযায়। এ ঘটনায় বাবা আদিত্য মন্ডল গত ৬ মে ডুমুরিয়া থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। মামলা নং-৭/১২৯। এজাহারে উল্লেখ করা হয়, প্রতিদিনের ন্যায় রিতু মন্ডল গত ২ মে আলাদীপুর কে এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ দিন সকাল সাড়ে ৯ টার দিকে সে তার স্কুলের সামনে রাস্তায় পৌঁছানো মাত্রই ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা মোস্তফা সেখের ছেলে সালমান সেখ (১৯) তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এজাহারে আরও উল্লেখ করা হয়, অপহরণকারী সালমান সেখ অনেক দিন ধরে তার মেয়েকে স্কুলে যাওয়া পথে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মামলায় অপহরণকারীর ভাই রসুল সেখ (২৩) ও তার বাবা মোস্তফা সেখ (৫৫) কে আসামী করা হয়েছে। এদিকে ভিকটিম রিতু মন্ডলের উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিঞা জানান থানায় মামলা হয়েছে আসামী ধরার প্রক্রিয়া চলছে।

    আরও খবর

    Sponsered content