সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
আজ অবসরে যাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্ব নদী দিবস পালন স্ত্রীকে নদীতে ফেলে হত্যার পর থানায় নিখোঁজ ডায়েরি ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে, আয় ৫ লাখের কম হলে ফরম ১ পাতার ভিসানীতি নির্বাচন ও গণতন্ত্রকে প্রভাবিত করতে পারবে না: ওবায়দুল কাদের ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে বিদেশে পাঠান, সরকারকে মির্জা ফখরুল বিএনপি নেতা চাঁদের তিন বছর জেল রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ শিশু নিহত কালিগঞ্জ নলতায় বিশাল জনসভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (এমপি) শ্যামনগরে কার্বন ফুট প্রিন্ট কমাতে যুবদের বিক্ষোভ
জরুরী নোটিশঃ
Wellcome to our website...

সম্মেলন-নির্বাচনসহ একগুচ্ছ ইস্যু নিয়ে বসছে আওয়ামী লীগ

রিপোর্টারের নামঃ / ৩৯১ টাইম ভিউ
আপডেটঃ বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৬:৫৬ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্টঃদলের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ, সারাদেশে সাংগঠনিক অবস্থা পর্যালোচনা ও দিকনির্দেশনা প্রদান, মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনের সম্মেলন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি ও কৌশল নির্ধারণসহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ ইস্যু ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হাতে। এসব ইস্যুকে সামনে রেখেই দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ডাকা হয়েছে।

আগামী শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ডিসেম্বরে। দলের সভাপতি শেখ হাসিনা এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ২৮ অক্টোবরের বৈঠকে সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।

পাশপাশি ঘোষণা আসতে পারে চার সহযোগী ও দুই ভ্রাতৃপ্রতিম সংগঠন- ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগের সম্মেলনেরও।

এছাড়া দলটির জাতীয় সম্মেলনের আগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের দুই শাখার সম্মেলনের তারিখও নির্ধারণ হতে পারে এ বৈঠকে।

অন্যদিকে ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচন, বিএনপির আন্দোলন নিয়ে নিজেদের সাংগঠনিক কর্মসূচিসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। আসবে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও নানা দিকনির্দেশনাও।


এই বিভাগের আরো খবর