টাঙ্গাইলের সখীপুরে বাসার ছাদে প্রিয়দল আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ তানভীর হাসান তন্ময় (১৩)নামের এক স্কুল ছাতৃরের মৃত্যু হয়েছে।
বুধবার(১৬নভেম্বর) সন্ধায় পৌরসভার ৩নম্বর ওয়ার্ডে ভাই ভাই সিনেমা হলের পাশে নব নির্বাচিত টাঙ্গাইলে জেলা পরিষদের সদস্য আনোয়ার তালুকদারের ভাড়া বাসায় এদূর্ঘটনা ঘটে।
সখীপুর থানার ওসি মোঃ রেজাউল করিম রিপন তন্ময়ের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিন করেছেন।
নিহত তন্ময় ওই ওয়ার্ডের জার্মান প্রবাসী মোঃ সোহেল রানার ছেলে এবং সখীপুর পিএম পাইলট গভঃ স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনির ছাত্র।
জানা যায় আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে আর্জেন্টিনা সমর্থক তানভীর হাসান তন্ময় কাঁচা বাশের মধ্যে পতাকা টানাতে গিয়ে বাসার ৫ তলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়।
পরে তাকে গুরুতর আহত অবস্হায় সখীপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকআয়েশা সিদ্দিকা তাকে মৃত ঘোঘণা করেন।