প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২২ , ৫:৫৮:০৩ প্রিন্ট সংস্করণ
মনিরুজ্জামান জুলেটঃ,খুলনা বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। জ্বালানি তেল ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ২২ অক্টোবর বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে খুলনা বিভাগ। বিভাগীয় সমাবেশে সবাইকে যোগদানের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে যোগদান করেন ।
শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ,সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির অন্যতম নেতা মোঃ জহুরুল হক আপপু, রমজান নগর ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী শহিদুজ্জামান শহীদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজ আল আসাদ কল্লোল।এছাড়া ছাত্রদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠন ও উপস্থিত ছিলেন।