শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অবৈধ মধু পারমিট – কর্তৃপক্ষের নেই কোন অভিযান কপিলমুনি বাজারে অভিযানে তিনটি তেল মিলকে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চিংড়ি ঘেরের নেট পাটা ও ঘেরের বাসা পুড়িয়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি কপিলমুনি পুলিশফাঁড়ির পাশেই চুরি সংঘটিত পাইকগাছায় ইজিবাইক ও ইঞ্জিন ভ্যানের দুর্ঘটনা এড়াতে পুলিশ তৎপর পাইকগাছায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান আমি সংবাদ কর্মী – শাহাদাত হোসেন শাজাহানপুরে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে কুড়ানো শাকের মেলা অনুষ্ঠিত
জরুরী নোটিশঃ
Wellcome to our website...

বদলগাছীতে খামালের রড ধসে পড়ে নিহত এক

রিপোর্টারের নামঃ / ২২৫ টাইম ভিউ
আপডেটঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৬:৪৪ পূর্বাহ্ন

নওগাঁর বদলগাছীতে অসাবধানতার কারনে দোকানে সাজিয়ে রাখা ট্যাগের রডের বান্ডিল ধসে পড়ে শিপন (৪০) নামে এক যুবকের নিহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সত‍্যপাড়া তিন মাথা মোড়ে।

নিহত শিপন (৪০) বদলগাছীর আধাইপুর ইউপির সত‍্যপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। নিহত শিপনের শুধুমাত্র একটি ১৩বছরের মেয়ে রয়েছে।

থানাও স্থানীয় সূত্রে জানাযায়, (১৮ই নভেম্বর) শুক্রবার সকাল ১০টায় বদলগাছীর আধাইপুর ইউপির সত‍্যপাড়া গ্রামের তিনমাথা মোড়ে লিংকন ট্রেডার্স নামের সিমেন্টের দোকানে আসা রডের ট্রাক থেকে রড নামানোর সময় ঘরে রাখা রডের ট্যাগ থেকে রডের ব‍্যান্ডিল তার উপর ধসে চাপা পরে ঘটনাস্থলেই শিপন নামে এক জনের মৃত্যু হয়েছে। দূর্ঘটনার খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের একটি দল ও বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, রড ভর্তি ট্রাক থেকে ৫জন লেবার শ্রমিক রডের বান্ডিল নামাতে থাকে। একটা রডের বান্ডিল দুজন লেবার শ্রমিক নিয়ে দোকানের ঘরে রড রাখার জায়গায় খামাল করে রাখার সময় হঠাৎ সাজানো খামাল হতে রডের বান্ডিল শিপনের বুকের উপর পরে যায়।

স্থানীয় মেম্বার রেজাউল করিম বিপ্লব বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। দূর্ঘটনায় কারো দোষ ছিলোনা। অসতর্কতার জন‍্যই শিপন মারা গিয়েছে।

আধাইপুর ইউপি চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টন বলেন, নিহত শিপনের একটি মেয়ে ছাড়া কেউ নেই। অসতর্কতার জন‍্যই এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় স্থানীয় ভাবে বসে দূর্ঘটনার বিষয়টি মিমাংসা করা হয়েছে। শিপন অত্যন্ত গরীব তাই সবাই মিলে তার দাফনের ব‍্যবস্থা করা হচ্ছে।

এ ব‍্যপারে বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সাথে কথা বলেছি। দূর্ঘটনায় কারো হাত ছিলো না ও এতে কারোর অভিযোগ নেই বলে নিহতের পরিবার জানান।

এ ব‍্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, লাশের সুরতহাল তদন্ত করে পরিবার ও স্থানীয় গ্রামবাসীর অনুমতি সাপেক্ষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ব‍্যপারে একটি জিডি করা হয়েছে।


এই বিভাগের আরো খবর