মোঃ আবুল বাসার নির্বাহী সম্পাদক ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৯:২৭:৩২ প্রিন্ট সংস্করণ
উজ্জ্বল কুমার সরকার,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে খেলাধুলা করার সময় পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সি শিশু ইয়ামিনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশু ইয়ামিন পূর্ব বালুভরা গ্রামের ইব্রাহিমের ছেলে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিশু ইয়ামিন বাড়ির পাশে পুকুরপাড়ে খেলাধুলা করছিল। খেলাধুলা করার সময় অসাবধানতাবশত শিশুটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। ১১টার দিকে স্থানীয় দুইশিশু পুকুরের পানিতে ইয়ামিনকে ভাসতে দেখে লোকজনকে জানায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়ামিনকে মৃত ঘোষণা করেন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসরাত জাহান মমি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে শিশু ইয়ামিন মারা গেছেন। তার মরদেহ হাসপাতাল থেকে পরিবারের লোকজন নিয়ে গেছে।